Site icon Jamuna Television

অলিম্পিকের বীচ ভলিবল বাছাইপর্ব: ‘বাস্তবায়নে সকল উদ্যোগ নেয়া হয়েছে’

অলিম্পিকের বীচ ভলিবলের বাছাইপর্ব বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এটা বাস্তবায়নের জন্য সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (৮ মে) সকালে রাজধানীর উত্তরায় ডিএনসিসি মেয়র কাপ টুর্নামেন্ট-২০২৩ এর ভলিবল বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে খেলাধুলায় ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলাধুলার অধিকার রয়েছে। তাই দেশে খেলাধুলায় ছেলে-মেয়ের কোনো বৈষম্য থাকা উচিত নয়। খেলার মাধ্যমে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও খেলাধুলার রঙ ছড়াতে চায় খেলোয়াড়রা। মেয়েদেরকে খেলাধুলায় উৎসাহিত করার জন্য কাউন্সিলরদের পুরষ্কৃত করার পাশাপাশি আলাদা বরাদ্দ দেয়া হবে বলেও ঘোষণা দেন ডিএনসিসির মেয়র।

/এমএন

Exit mobile version