Site icon Jamuna Television

যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সিগন্যাল কোরের সদস্যদের প্রস্তুত থাকতে সেনাপ্রধানের আহ্বান

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় সিগন্যাল কোরের সদস্যদের সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (৮ মে) যশোরে সেনাবাহিনীর সিগন্যাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশ-বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম নিয়ে কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান।

এ সময় সিগন্যাল কোরের গৌরবোজ্জল ঐতিহ্য, দেশের অবকাঠামোগত উন্নয়নে সক্রিয় অবদানের কথা স্মরণ করেন তিনি। সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের নতুন এস এম ব্যারাকের ভিত্তি প্রস্তরস্থাপন এবং সেন্টারের নতুন রানিং ট্র্যাক উদ্বোধন করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এর আগে, সিগন্যাল কোরের শহীদদের সম্মানে নির্মিত ‘অমরপ্রাণে’ ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

/এমএন

Exit mobile version