আবারও দুর্ঘটনার শিকার হয়েছে ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান। সোমবার (৮ মে) রাজস্থানে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়ে। এতে প্রাণ গেছে ৩ জন বেসামরিক নাগরিকের। খবর এনডিটিভির।
সংশ্লিষ্টরা জানান, সোমবার নিয়মিত প্রশিক্ষণের জন্য বিমানটি সুরতগড় বিমানঘাঁটি থেকে রওনা দেয়। এর কিছুক্ষণ পরই এতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এরপরই এটি নিয়ন্ত্রণ হারিয়ে হনুমানগড় জেলার পিলিবাংগা গ্রামে আছড়ে পড়ে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মিগ-২১টি একটি আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হয়। এর ঠিক আগ মুহূর্তে প্যারাসুট নিয়ে নিরাপদে অবতরণ করেন এর পাইলট। নিহতরা ওই বাড়িরই বাসিন্দা।
এরই মধ্যে কর্তৃপক্ষকে পূর্ণ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। ভারতে প্রায়ই মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটায় একে ফ্লাইং কফিং বলেও ডাকা হয়।
এসজেড/

