প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার মারা গেছেন। সোমবার (৮ মে) স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে কলকাতায় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রখ্যাত এই ঔপন্যাসিক। ভুগছিলেন ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডিতে
জানা গেছে, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর থেকেই শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে তার। সবশেষ সোমবার বিকেলেই তিনি পাড়ি জমান না ফেরার দেশে।
১৯৪২ সালে উত্তরবঙ্গের গয়েরকাটায় জন্ম সমরেশ মজুমদারের। উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলা, সাতকাহনসহ একাধিক কালজয়ী উপন্যাসের লেখক তিনি।
এসজেড/

