আবারও কিয়েভ এবং এর আশপাশের এলাকাজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। অন্যদিকে রুশ ভূখণ্ডেও বিমান হামলার দাবি করেছে ইউক্রেন। পাল্টা-পাল্টি হামলায় বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রাণহানিও। খবর নিউইয়র্ক টাইমসের।
রোববার (৮ মে) রাতভর চলে এই হামলা। কিয়েভ জানায়, শতাধিক ড্রোন দিয়ে চালানো হয় এসব হামলা। ইউক্রেনীয় সামরিক বাহিনীর পাল্টা দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে ৩৫টি ড্রোন। এগুলো সবই ইরানের তৈরি শহিদ ড্রোন।
কিয়েভ ছাড়াও পার্শ্ববর্তী ৩টি জেলায় চলে এ হামলা। ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আঘাতে বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহত হয়েছে অন্তত ৫ জন। অন্যদিকে, রুশ দখলকৃত ক্রাইমিয়া উপদ্বীপে এক রাতেই প্রায় ১০টি ড্রোন হামলা করেছে ইউক্রেন। এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো।
এসজেড/

