সাধারণ মানুষের আস্থা অর্জন করতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবস্থা বাতিল করে গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
সোমবার (৮ মে) বিকেলে রাজধানীর বনানীতে দলটির কার্যালয়ে বিকল্প স্বেচ্ছাসেবক ধারা সভাপতি আবুল বাসার ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বাবুর নেতৃত্বে বিকল্পধারার শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে তিনি এ দাবি জানান।
জি এম কাদের বলেন, এরইমধ্যে সিটি নির্বাচনে প্রার্থীদের মধ্যে ইভিএম আতঙ্ক শুরু হয়েছে। ক্ষমতাসীনরা বারবার ক্ষমতায় থাকার জন্য ইচ্ছেমতো সংবিধান সংশোধন করছে। এর আগে বিএনপিও একই কাজ করেছিল। তাই সাধারণ মানুষ বড় দুই দলের প্রতি আস্থা হারিয়ে বিকল্প শক্তি খুঁজছে।
/এমএন

