Site icon Jamuna Television

বাবাকে খুঁজতে গিয়ে নদীতে ডুবে ছেলের মৃত্যু

ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেতুঁলিয়ায় নদীতে পড়ে মুশফিকুর রহিম মেহেদী (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে তেঁতুলিয়া সদরের মহানন্দা নদীতে এ ঘটনাটি ঘটে। 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার (৮ মে) দুপুরে মেহেদীর বাবা খাবিরুল ইসলাম মহানন্দা নদীতে মাছ ধরতে যাওয়ার কিছুক্ষণ পর মুশফিকুরও মহানন্দা নদীতে বাবাকে খুঁজতে চলে যায়। এক পর্যায়ে সে নদীর ধারে নেমে বাবাকে খুঁজতে গিযে পাথর কোয়ারির গর্তে পড়ে গভীর পানিতে তলিয়ে যায়।

এদিকে, খবিরুল বাসায় এসে ছেলে মেহেদীকে দেখতে না পেয়ে মহানন্দা নদীতে ছুটে যান ও খুঁজতে থাকেন। পরে নদীর ধারে তার গায়ের শার্ট পড়ে থাকতে দেখে নদীর পাথর কোয়ারিগুলোতে নেমে খুঁজতে থাকেন। এ সময় স্থানীয়দের সহায়তায় একটি পাথর কোয়ারি থেকে মেহেদীকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, নিহতের মরদেহের সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

/এসএইচ

Exit mobile version