চলতি মাসেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’। এরই মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের পাশাপাশি ঝুঁকিতে আছে ভারতের পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি অঞ্চল। এর আগে ঘূর্ণিঝড় আমফানের প্রলয়ঙ্কারী তাণ্ডব দেখেছে উপকূলবর্তী এসব এলাকার মানুষ। তাই মোখা কতটা প্রভাব ফেলবে, তা নিয়েই চলছে আলোচনা। খবর আনন্দবাজার পত্রিকার।
ভারতের আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপই পরে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে তৈরি হতে পারে। আর তারপরই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় মোখার। তেমন হলে চলতি সপ্তাহেই এটি ভারতের স্থলভাগে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কোন অঞ্চলে এটি আঘাত হানবে তা এখনই বলা যাচ্ছে না।
এ বিষয়ে সোমবার (৮ মে) দেশটির আবহাওয়া অফিসের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, মোখা তৈরি হলে তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ফলে ভয়ঙ্কর রূপে এই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়তে পারে, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কাও আছে। তবে অনেক সময়ই ঘূর্ণিঝড় স্থলভাগে পৌঁছানোর পর তার শক্তি অনেকটা কমে যায়। মোখার ক্ষেত্রেও তেমনটা হবে কিনা তা এখনই জানা যাচ্ছে না।
প্রসঙ্গত, এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ইয়েমেন। প্রাচীন বন্দর শহর মোখার নামে ঝড়ের নাম রাখা হয়েছে।
এসজেড/

