Site icon Jamuna Television

গোপালগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা।

স্টাফ করেসপনডেন্ট, গোপালগঞ্জ:

গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে ওই কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার(৮ মে) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি জাবেদ মাসুদ।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (৮ মে) দুপুরের দিকে সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের এক শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। এরইমধ্যে অভিযুক্ত শিক্ষক গোলাম মোস্তফাকে প্রধান অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা।

ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা শেষে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ থাকলেও লোকলজ্জার ভয়ে কেউ থানায় অভিযোগ করেননি।

এদিকে, মঙ্গলবার অভিযুক্ত ওই শিক্ষকের বিচারের দাবিতে গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজ শিক্ষার্থীদের একটি
মানববন্ধন হবে বলে জানা গেছে।

/এসএইচ

Exit mobile version