Site icon Jamuna Television

গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ১২ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ইসলামিক জিহাদের ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। এছাড়া, আহত হয়েছে আরও ২০ জন। তাদের মধ্যে বেসামরিক মানুষ রয়েছে। আল জাজিরার খবর।

মঙ্গলবার (৯ মে) ভোররাতের দিকে শুরু হয় হামলা। নিহতদের মধ্যে রয়েছে ইসলামিক জিহাদের শীর্ষ তিন কমান্ডার- জিহাদ আল-ঘান্নাম। খলিল আল-বাহতিনি এবং তারিক ইজ আল -দ্বিন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসলামিক জিহাদের শীর্ষ তিন কমান্ডার ছাড়া বাকি নিহতরা সবাই বেসামরিক ব্যক্তি; মূলত নিহত ৩ কমান্ডারদের পরিবারের সদস্য তারা।

ইসলামিক জিহাদের ঘাঁটি লক্ষ্য করে হামলার কথা বলা হয় তেল আবিবের এক বিবৃতিতে। বেশ কয়েকটি বড় বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় অঞ্চলটিতে। রাফাহ শহরেও টার্গেট করা হয় ইসলামিক জিহাদের শীর্ষ নেতাদের।

/এম ই

Exit mobile version