ভারতের পশ্চিমবঙ্গে বিতর্কিত ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রের প্রদর্শনী সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (৮ মে) রাজ্য সচিবালয়-নবান্নে হওয়া সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তিনি বলেন, শান্তি-সৌহার্দ্য বজায় রাখতে রাজ্যে চলচ্চিত্রটির প্রদর্শন নিষিদ্ধ করা হলো। তার অভিযোগ, রাজনৈতিক দলগুলো জাত-ধর্ম-বর্ণ নিয়ে খেলছে।
হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, রাজ্যের কোনো হলে ছবিটি দেখানো যাবে না। এর জন্য মুখ্য সচিবকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
চলচ্চিত্রটি নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক চলছে। কেরালার মুখ্যমন্ত্রীর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়াতে এ ধরনের চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে।
অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন। তার দাবি- চলচ্চিত্রটি সন্ত্রাসবাদের মুখোশ টেনে খুলবে। সুদীপ্ত সেন পরিচালিত সিনেমাটি ৫ মে হিন্দি, তামিল, তেলেগু ও মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে।
ইউএইচ/

