শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মো. ইউনূসের ১১শ’ কোটি টাকার কর ফাঁকির মামলা কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৯ মে) বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বলেন, মামলাটি দ্রুত শুনানির জন্য অ্যাটর্নি জেনারেল আবেদন করেছেন। কিন্তু জুন মাসের সাত তারিখের আগে এ কোর্ট কোনোভাবেই শুনানি করতে পারবেন না। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, জুন মাসের আগেই এ মামলাটির শুনানি শেষ হবে, কারণ বাজেটে এ রাজস্ব দেখাতে হবে।
তবে ড. ইউনূসের আইনজীবী বলেন, তারা শুনানির জন্য প্রস্তুত না। এ সময় অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, যদি এ মাসে তারিখ না দেয়া হয় তবে তিনি প্রধান বিচারপতির কাছে আবেদন করবেন। এ সময় আদালত এ মামলার দ্রুত শুনানি করতে পারবেন না এমন বিবেচনায় কার্যতালিকা থেকে বাদ দেন।
পরে অ্যাটর্নি জেনারেল জানান, এ মামলার দ্রুত শুনানির জন্য তিনি হাইকোর্টের অন্য বেঞ্চে দ্রুতই আবেদন করবেন।
ইউএইচ/

