
সাংবাদিক শাকিল হাসান। ছবি : সংগৃহীত
যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ভিডিও জার্নালিস্ট শাহিন আলম হত্যাচেষ্টা মামলার রায় পিছিয়ে পরবর্তী তারিখ ১৬ মে নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরী রায়ের নতুন এই তারিখ নির্ধারণ করেন।
বাদীর আইনজীবী এখলাছ উদ্দিন ভুইয়া জানান, রহিম, জব্বার, জাকিরসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করা গেছে। আসামিদের দৃষ্টমূলক সাজা প্রত্যাশা করি।
 যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর অবৈধ পলিথিন উৎপাদন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে গিয়েছিলেন যমুনা টিভি সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ভিডিও জার্নালিস্ট শাহিন আলম। ফুটেজ নেয়ার সময় কারখানার মালিকরা টের পেয়ে হামলা করে তাদের ওপর। হামলা থেকে বাঁচতে পাশের মুদি দোকানে আশ্রয় নিলে সেখানে কেরোসিন ঢেলে শাকিলকে হত্যাচেষ্টা করে আসামিরা। সেখানে গিয়ে আসামি রহিম গায়ে কেরাসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে শাকিল হাসানকে।
ইউএইচ/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply