কথা-সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণের মতো ক্ষতি পূরণ হওয়ার নয়। তবে নন্দিত লেখক ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাথেয়, তার সৃষ্টি দেবে নতুনদের দিক-নির্দেশনা। সমরেশ মজুমদারের মৃত্যুতে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাই-কমিশনার আন্দালিব ইলিয়াস।
উত্তর কলকাতায় সাহিত্যিকের বাড়িতে পৌঁছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় সমরেশ মজুমদারের পরিবারের সাথে কথা বলেন আন্দালিব ইলিয়াস। সাহিত্যিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।
এ সময় আন্দালিব ইলিয়াস বলেন, লেখকের প্রয়াণে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট গভীরভাবে ব্যথিত। তাদের পক্ষ থেকে সাহিত্যিকের পরিবারকে শোকবার্তা পৌঁছে দিয়েছি । আপামর বাংলাদেশি পাঠক তার প্রয়াণে শোকস্তব্ধ।
পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানান, তার পরিবারের সাথেও ছিল সমরেশ মজুমদারের যোগাযোগ। সুতরাং ব্যক্তিগতভাবেও তিনি ব্যথিত।
এসজেড/

