বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি আজকে নিম্নচাপে রূপ নিতে পারে। আগামীকাল এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান।
মঙ্গলবার (৯ মে) সকালে আবহাওয়া অধিদফতরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, দেশে আগামী দুই তিন দিন বৃষ্টির সম্ভাবনা কম। এরপরে বৃষ্টির প্রবণতা বাড়বে। ৪৮ ঘণ্টা পরে তাপ প্রবাহের তীব্রতা কমে আসবে বলেও জানান তিনি।
এদিকে তীব্র গরমে হাঁসফাঁস উঠেছে জনজীবনে। সোমবার (৮ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ইউএইচ/

