টরন্টোয় নিযুক্ত এক চীনা কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা। সোমবার (৮ মে) এই ঘোষণা দেয় ট্রুডো প্রশাসন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বহিষ্কৃত চীনা কূটনীতিকের নাম ঝাও ওয়েই। টরন্টোয় চীনা কনস্যুলেটের এই কর্মকর্তাকে পাঁচ দিনের মধ্যে কানাডা ছেড়ে যেতে বলা হয়েছে।
অটোয়ার অভিযোগ, কানাডার এক আইনপ্রণেতাকে হুমকি দেয়ার পরিকল্পনায় ওই চীনা কূটনীতিক জড়িত। ২ বছর আগে ওই পরিকল্পনার বিষয় ফাঁস হয়। উইঘুর ইস্যুতে চীনের সমালোচক ছিলেন কানাডার আইনপ্রণেতা মাইকেল শং।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়া জোলি হুঁশিয়ারি জানিয়ে বলেন, অভ্যন্তরীণ কোনো ইস্যুতে বিদেশি হস্তক্ষেপ বরদাশত করা হবে না। প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেয়ার হুমকিও দেন তিনি।
ইউএইচ/

