শেষকৃত্য সম্পন্ন হলো দুই বাংলার নন্দিত কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের। কলকাতার নীমতলা মহাশ্মশানে আজ (৯ মে) স্থানীয় সময় দুপুর ১টায় সম্পন্ন হয়েছে তার দাহকার্য। খবর আনন্দবাজার পত্রিকার।
এসময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠজন। লেখক কন্যা দোয়েল মজুমদার জানান, ১১ দিন পর শ্রাদ্ধের কাজ হবে। তার আগে সাহিত্যিক মহল থেকে স্মরণসভার আয়োজন করা হতে পারে।
এর আগে আজ সকাল সোয়া ৮টা নাগাদ হাসপাতাল থেকে উত্তর কলকাতার বাড়িতে আনা হয় লেখকের মরদেহ। বিশিষ্টদের মৃত্যুর পর রবীন্দ্রসদনে মরদেহ রাখার সরকারি রেওয়াজ থাকলেও সমরেশ মজুমদারের পরিবার তাতে মত দেয়নি। তাই তিন ঘণ্টা বাড়িতে রাখা হয় মরদেহ। সেখানেই সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। পরে বেলা সোয়া ১১টা নাগাদ শেষবারের মতো বাসভবন থেকে তার মরদেহ বের করা হয়।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সমরেশ মজুমদার। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৮১ বছরের লেখক। সোমবার সন্ধ্যায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এসজেড/

