মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শ্রীনগরে শেখ ছলিম (৬০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের অভিযুক্ত স্ত্রী রোকসানা বেগম ও নিহতের সৎ মেয়ে রোজিনা বেগমকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলার বাড়ৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, নিহত ছলিমের সাথে স্ত্রী রোকসানা বেগমের পারিবারিক কলহ চলছিলো। এর জেরে দুপুরে স্ত্রী রোকসানা বেগম ঝাড়ু ও লাঠি দিয়ে নিহত ছলিমকে বেধড়ক পেটাতে থাকে। এ সময় নিহতের সৎ মেয়ে রোজিনা বেগমকে পিটুনিতে সহযোগিতা করতে দেখা যায়। মারধরের এক পর্যায়ে অচেতন হয়ে সেখানেই মৃত্যু হয় তার। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শ্রীনগর থানার এসআই মোহাম্মদ কামরুজ্জামান জানান, পারিবারিক কলহের জেরে নিহতকে মারধর করে তার স্ত্রী। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
/এসএইচ

