Site icon Jamuna Television

সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে মেসির চুক্তি ‘হয়ে গেছে’: এএফপি

ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফেলেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল, এমনটিই জানিয়েছে সংবাদ মাধ্যম এএফপি। সূত্রের বরাত দিয়ে প্রভাবশালী সংবাদ মাধ্যমটি জানিয়েছে,, ৪০০ মিলিয়ন ইউরোতে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে আল হিলাল। খবর গোল ডটকমের।

এফপি জানিয়েছে, মেসি মধ্যপ্রাচ্যে যেতে রাজি হয়েছেন। সৌদি ক্লাব ‘আল-হিলাল’ তার জন্য ৪০০ মিলিয়ন ইউরোর একটি চুক্তির কথা বলেছে- এই চুক্তির ফলে তিনি গ্রহের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর চেয়ে এগিয়ে থাকবেন।

পিএসজির সঙ্গে চুক্তি না বড়ালে ৩৫ বয়সী আর্জেন্টাইন বার্সেলোনায় ফিরতে পারেন, এমন গুঞ্জনও ছিল। কাতালান ক্লাবটির আর্থিক অবস্থা যদিও মেসির প্রত্যাবর্তনের বাস্তবতার বিপক্ষে কথা বলেছে। মেজর সকার লিগের ইন্টার মিয়ামিও মেসিকে পেতে আগ্রহী ছিল। এর মাঝেই খবর এলো আল হিলালকে নিয়ে। যদিও আনুষ্ঠানিকভাবে মেসি-আল হিলাল বা পিএসজি এখনও মুখ খোলেনি।

/আরআইএম


Exit mobile version