Site icon Jamuna Television

আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হননি মেসি: রোমানো

ছবি: সংগৃহীত

বার্তা সংস্থা এএফপি দাবি করেছিল, ৪০০ মিলিয়ন ইউরোতে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। মেসি-আল হিলাল বা পিএসজি এ বিষয়ে মুখ না খোলায় খবরের গভীরতা নিয়ে প্রশ্ন বাড়তে থাকে। এর ঘণ্টাখানেকের মাঝেই জনপ্রিয় ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, মেসির সঙ্গে আলো হিলালের কোনো চুক্তি হয়নি। খবর ফ্যাব্রিজিও রোমানোর অফিসিয়াল ফেসবুক পেজের।

দলবদলের নির্ভরযোগ্য সূত্র খ্যাত ফ্যাব্রিজিও রোমানো জানান, আর্জেন্টাইন মহাতারকার দলবদলের ব্যাপারে পরিস্থিতির এখনও কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে, এএফপির প্রতিবেদনে লেখা হয়েছিল মেসি মধ্যপ্রাচ্যের দেশটিতে খেলতে রাজি হয়েছেন, ৪০০ মিলিয়ন ইউরোর ‘ডিল ডান’।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রোমানো লিখেছেন, বার্সেলোনা ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে ঠিক রেখে মেসিকে দলে টানার উপায় খুঁজে বের করার দিকে জোর দিচ্ছে।

এর আগে সোমবার তিনি টুইটারে লিখেছিলেন, লিগ ওয়ানের চলতি মৌসুমে শিরোপা জিততে চান মেসি। এরপর তিনি প্যারিসে থাকবেন বা কোন দলে যাবেন সেই বিকল্প নিয়ে চিন্তা করবেন। গত মাসে আল হিলাল ৪০০ মিলিয়ন ইউরো পিএসজি ফরোয়ার্ডকে চাইলেও বিষয়টি চূড়ান্ত হয়নি।

/আরআইএম

Exit mobile version