জমকালো এক পার্টি আয়োজনের কয়েকদিন পরই ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করে আলোচনায় যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা সংস্থা বিশপ ফক্স। খবর স্টোরিপিকের।
গত মাসের শেষ দিকে ওই জমকালো পার্টির আয়োজন করা হয়। বিশপ ফক্সের অসংখ্য কর্মী ফেসবুক এবং টুইটারে ওই পার্টির ছবি পোস্ট করে চমৎকার সময় কাটানোর কথা জানান। তবে চলতি মাসের ২ তারিখ প্রতিষ্ঠানটির ৫০ কর্মীকে ছাঁটাই করা হয়। বর্তমানে বিশপ ফক্সে কর্মীর সংখ্যা ৩৫০ জন।
প্রতিষ্ঠানটির কর্ণধাররা জানিয়েছেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির সাথে খাপ খাওয়াতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
/এসএইচ

