Site icon Jamuna Television

লেখিকার করা যৌন নিপীড়ন মামলায় দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প

ছবি : সংগৃহীত

এক লেখিকার করা যৌন নিপীড়ন মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষতিপূরণ হিসেবে ট্রাম্পকে ৫০ লাখ ডলার দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। খবর এপি নিউজের।

নিউইয়র্কের একটি আদালত জানায়, ট্রাম্পের বিরুদ্ধে লেখিকা ই জিন ক্যারলের ওপর যৌন নিপীড়ন চালানোর প্রমাণ মিলেছে। এরআগে ট্রাম্পের বিরুদ্ধে ওই লেখিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। তবে সেই অভিযোগ থেকে রেহাই পেয়েছেন ট্রাম্প।

মঙ্গলবার এই রায় দেন আদালতের জুরি বোর্ড। গণমাধ্যম জানায়, প্রাণ তিন দশক আগে একটি ডিপার্টমেন্টাল স্টোরে ক্যারলকে যৌন হেনস্থা করেন ট্রাম্প। তবে ট্রাম্পের মুখপাত্র জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে ক্ষতিপূরণের অর্থ দিতে হবে না।

এএআর/

Exit mobile version