Site icon Jamuna Television

গাছ কাটা দুঃখজনক, তবে প্রয়োজনে গাছ কাটতে হচ্ছে: মেয়র তাপস

নগরের উন্নয়ন পরিকল্পিতভাবেই হচ্ছে। গাছ কাটা দুঃখজনক, তবে প্রয়োজনে গাছ কাটতে হচ্ছে। এমন দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১০ মে) সকালে ঢাকেশ্বরী মন্দির এলাকায় হেরিটেজ বলয়-৫ সৃষ্টির লক্ষ্যে পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, একটি গাছ কাটা হলে তিনটি করে গাছ লাগানো হচ্ছে। নগরীর সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন নিয়ে ঢালাও সমালোচনা করে লাভ নেই।

গত তিন বছরে দুই লাখ গাছ লাগানো হয়েছে দাবি করে তাপস বলেন, এই বর্ষায়ও দশ হাজার গাছ লাগানো হবে। পুরনো ঢাকা ঘিরে সাতটি পর্যটন বান্ধব বলয় গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version