Site icon Jamuna Television

‘নির্বাচনকালীন সরকারে বিএনপি’র থাকার সুযোগ নেই’

ঈদযাত্রায় মহাসড়কে চালকের ঘাটতি কমাতে মাঝারি যানের চালকদের সুযোগ দেয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহনমন্ত্রী। তবে এ ব্যাপারে সড়ক পরিবহন সচিবের সাথে সংশ্লিষ্টদের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।

সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এ কথা বলেছেন ওবায়দুল কাদের। ভারীবর্ষণ না হলে ঢাকা থেকে টাঙ্গাইল এবং রাজধানী থেকে চট্টগ্রামের পথে ঈদযাত্রা এই ঈদে স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন তিনি।

রাজনীতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারে বিএনপি’র থাকার সুযোগ নেই। সেই সরকারে রাজনৈতিক আসলে মূখ্য নয়, শিক্ষক-বুদ্ধিজীবীরাও থাকতে পারেন বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Exit mobile version