নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিতাদেশ চেয়ে করা এইচ এম সেলিম ভুঁইয়ার করা আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বিচারিক আদালতে মামলা চলতে বাধা নেই।
বুধবার (১০ মে) মোস্তফা জামান ইসলাম ও আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিভিউ আবেদনটির শুনানি হয়। এ সময় দুদকের আইনজীবী এই মামলায় আপিল বিভাগ ও হাইকোর্টের পূর্ববর্তী দুটি পর্যবেক্ষণ তুলে ধরেন।
যেখানে বলা হয়, সাক্ষী প্রমাণের ভিত্তিতে দায় কার, তা নির্ধারণ করবে বিচারিক আদালত। তাছাড়া মামলাটি এই পর্যায়ে স্থগিত করা ঠিক নয়। এরপর আদালত আবেদনটি আসামিপক্ষের আইনজীবীর কাছে ফিরিয়ে দেন এবং চাইলে অন্য আদালতে আবেদন করতে বলেন।
এর আগে, গেল ১৯ মার্চ নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত।
ইউএইচ/

