নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ সাতজনই একে একে মারা গেছেন।
বুধবার (১০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম হাওলাদার নামে আরও এক যুবকের মৃত্যু হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, দগ্ধ ৭ জনের সবাই কষ্ট পেয়ে মারা গেছেন। তবে এ ধরনের দুর্ঘটনা কি ঘটতেই থাকবে এমন প্রশ্ন তুলে ডা. সামন্ত লাল সেন বলেন, রোধ করার কি কোনো উপায় নেই? যারা এসব বিষয়ে তদারকি করার দায়িত্বে রয়েছেন তাদের কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। সেটি না হলে এমন মৃত্যু ভবিষ্যতে বাড়তেই থাকবে।
উল্লেখ্য, গত ৪ মে বিকেল ৪টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হন।
ইউএইচ/

