Site icon Jamuna Television

যতো বাধাই আসুক ইকো পার্ক নির্মাণ করা হবে: মেয়র আতিক

ছবি: সংগৃহীত

যতো বাধাই আসুক জনগণের সুবিধার জন্য ইকো পার্ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (১০ মে) দুপুরে কল্যাণপুর রিটেনশন পন্ড ইকো পার্ক নির্মাণের চলমান কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ১৯৮৯ সালে কল্যাণপুর রেগুলেটিং পন্ডের জন্য ওয়াসার ভূমি অধিগ্রহণের প্রস্তাবনার আওতায় ১৭১ একর জমি অধিগ্রহণ করা হয়। তখন অনেককে তাদের পাওনা বুঝিয়ে দেয়া হয়েছে। তবে তখন উচ্ছেদ না করার কারণে এখনো এই জায়গায় ঘরবাড়ি রয়েছে। এসব স্থাপনা উচ্ছেদ করে নাগরিকদের জন্য পার্ক নির্মাণ করা হবে।

এ সময় ইকো পার্ক নির্মাণের জায়গা অধিগ্রহণ না করে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে অবস্থান নেয় স্থানীরা। তাদের দাবি, সিটি করপোরেশন একোয়ার না করে, কোনো প্রকার ক্ষতিপূরণ ও নোটিশ না দিয়ে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলেন মেয়র। তাদের অভিযোগের বিষয়ে জেলা প্রশাসনের অফিসে যোগাযোগের অনুরোধ জানান মেয়র আতিক।

ইউএইচ/

Exit mobile version