ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ৩ বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে সত্যেন অধিকারী (৫০) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (৯ মে) বিকেলে সদর উপজেলা বরুনাগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি কামাল হোসেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, মঙ্গলবার বিকেলে ওই শিশুটির বাসায় যায় সত্যেন। শিশুটির বাড়িতে কেউ না থাকায় শ্লীলতাহানির চেষ্টা করেন সত্যেন। এ সময় শিশুটির চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা ছুটে গিয়ে ওই ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার অভিযুক্ত ব্যক্তি সত্যেনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ইউএইচ/

