Site icon Jamuna Television

অটল বিহারির মৃত্যুতে ভারতে চলছে ৭ দিনের শোক

সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি’র মৃত্যুতে ভারতে চলছে ৭ দিনের শোক। নয়াদিল্লির বিজেপি প্রধান কার্যালয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের জনগণ।

জনপ্রিয় এ নেতার শেষকৃত্যের যাত্রা শুরু হয় স্থানীয় সময় বেলা ১টায়। আজ বিকেল ৪টায় রাষ্ট্রীয় মর্যাদায় ‘স্মৃতি সমাধি’তে হবে সাবেক এই প্রধানমন্ত্রীর শেষকৃত্য।

নির্বিঘ্নে সব আয়োজন সম্পন্ন করতে নিরাপত্তা বাড়ানো হয়েছে দিল্লিতে। আধাবেলা ছুটি ঘোষণা করা হয়েছে সরকারি কার্যালয় গুলোতে।

গত বৃহস্পতিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯৩ বছর বয়সী বাজপেয়ি। দীর্ঘ ৭ দশকের রাজনৈতিক জীবনে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনবার। ভারতে হিন্দু ধর্মভিত্তিক রাজনীতির সাফল্যের কারিগর হিসেবে বিবেচনা করা হয় বাজপেয়িকে। ১৯৮০ সালে তিনি-ই প্রতিষ্ঠা করেন বিজেপি।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version