ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি মোকাবেলায় নগদ অর্থ ও পর্যাপ্ত খাদ্যসামগ্রী বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
বুধবার (১০ মে) দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলার প্রস্তুতি নিয়ে বৈঠকে তিনি এ তথ্য জানান। বলেন, বর্তমানে ১৫শ’ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে মোখা। পূর্বাভাস অনুযায়ী সরকার ব্যবস্থা নিচ্ছে। ঘূর্ণিঝড়টি যদি কক্সবাজারে ১৮০ থেকে ২৩২ কিলোমিটার গতিবেগে আঘাত হানে, তাহলে রোহিঙ্গাদের অস্থায়ী কাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পরতে পারে।
এছাড়া সেন্টমার্টিন দ্বীপের যেসব নৌযান গভীর সমুদ্রে আছে, সেসবকে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান ডা. এনামুর রহমান।
/এমএন

