সরকার বিএনপি নেতাকর্মীদের কারাগারে আটকে রেখে আন্দোলন দমানোর চেষ্টা করছে। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১০ মে) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, বিএনপি নেতাকর্মীরা যাতে কারাগার থেকে বের হতে না পারেন সেজন্য নতুন করে মামলা দেয়া হচ্ছে। কোনো মামলায় জামিন পেলে আবারও জেলগেটে গ্রেফতার করা হচ্ছে।
এ সময় তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পর দেশজুড়ে ঘন ঘন লোডশেডিংয়ে দেশের মানুষ দিশেহারা। অথচ আবার বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে বলেও জানান তিনি।
ইউএইচ/

