Site icon Jamuna Television

নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে জি-সেভেনের সহায়তার তাগিদ সিপিডির

২০৪১ সালের মধ্যে দেশে ৪০ ভাগ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর হতে জি-সেভেন জোটের সহায়তা প্রয়োজন। বুধবার (১০ মে) সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত জ্বালানি বিষয়ক সংলাপে এ তথ্য জানানো হয়।

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন। সরকারের লক্ষ্য ২০৪১ সাল নাগাদ ৪০ ভাগ নবাযনযোগ্য জ্বালানি ব্যবহারের। এ বিষয়ে জি-সেভেন জোট সহায়তা করতে পারে। বিশেষ করে ডিজেলভিত্তিক সেচ ব্যবস্থা থেকে সৌরভিত্তিক সেচ কার্যক্রম রূপান্তরে উন্নত দেশগুলোর পাশে থাকা উচিৎ।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

সিপিডি বলছে, ২০২৪ থেকে ২০৪১ পর্যন্ত বছরে গড়ে দেড় বিলিয়ন ডলার করে সহায়তা প্রয়োজন। ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত মাত্র ৬ দশমিক ৭ বিলিয়ন ডলারের অর্থ সহায়তা মিলেছে। যা প্রয়োজনের তলনায় অপ্রতুল। স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সাথে জি-সেভেন জোটের একসাথে কাজ করা উাচৎ।

ডিজেলভিত্তিক সেচ ব্যবস্থাকে সৌর শক্তির আওতায় আনতে এ সময় আহ্বান জানান আলোচকরা। বলছেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনায় বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।

/এমএন

Exit mobile version