Site icon Jamuna Television

নরসিংদীতে ৫০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ গ্রেফতার ২

জনব্দকৃত গাঁজাসহ গ্রেফতারকৃত মো. জাবেদ (৩৪) ও মোহাম্মদ আলী (৩২)।

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীতে প্রাইভেটকার ও ৫০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (১০ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারারচর বড়ইতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান জেলা গোয়েন্দা শাখার ওসি মো. আবুল বাশার। গ্রেফতারকৃতরা হলেন-ঢাকার যাত্রাবাড়ি থানার মো. জাবেদ (৩৪) ও মিরপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী (৩২)।

ওসি মো. আবুল বাশার জানান, গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের কারারচর বড়ইতলা বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে। এ সময় একটি হোন্ডা এইচআরভি প্রাইভেট গাড়িসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে গাড়িটির ব্যাকডালা তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার ও গাড়িটি জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক দুইজন জানায়, তারা সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে গাঁজা কিনে গাড়িযোগে এনে ঢাকায় বিক্রি করে। তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মাদক আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। বুধবার বিকেলে আসামিদের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

/এসএইচ

Exit mobile version