Site icon Jamuna Television

মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে পেলেন সাকিব

মার্চ মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে সাকিব। (আইসিসি'র টুইট থেকে নেয়া ছবি)

নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন আর আরব আমিরাতের আসিফ খানকে পিছে ফেলে প্রথমবারের মতো আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অবশেষে এবার তিনি হাতে পেলেন সেই পুরস্কার।

বুধবার (১০ মে) মার্চ মাসের মেনস প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ডের পুরস্কার হাতে পান সাকিব। আইসিসির অফিসিয়াল টুইটার পেজ থেকে পোস্ট করা এক টুইটে নিশ্চিত করা হয় বিষয়টি।

গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে হওয়া হোম সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেন সাকিব। এ পুরস্কার দেয়ার ক্ষেত্রে তার সে পারফরমেন্সকেই বিবেচনায় নেয়া হয়েছে। জস বাটলারদের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারলেও ব্যক্তিগতভাবে দারুণ খেলেছেন সাকিব। এছাড়া সিরিজে সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারির তালিকায়ও তিনি ছিলেন সবার ওপরে। এর সুবাদেই, মার্চের সেরা খেলোয়াড় হয়েছেন সাকিব। 

ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্বকাপজয়ীদের হোয়াইটওয়াশ করে টাইগাররা। এ সিরিজেও ও ব্যাটে বলে আলো ছড়ান সাকিব। এরপর হওয়া আয়ারল্যান্ডে সিরিজেও সে ধারাবাহিকতায় অব্যাহত রাখেন সাকিব। মার্চে মোট ১২ ম্যাচ খেলে সাকিব করেন ৩৫৩ রান আর বল হাতে তুলেন ১৫টি উইকেট। 

এর আগে, মার্চ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সাকিব বলেন, আমি এ পুরস্কার পেয়ে গর্বিত। বিচারক প্যানেল ও যারা আমার জন্য ভোট করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এই স্বীকৃতি আমার কাছে অনেক মূল্যবান কারণ আরও বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার থেকে এ মাসে দারুণ পারফর্ম করেছিলেন।

/এসএইচ

Exit mobile version