শাহজালাল বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ এবং সেবা নিশ্চিত করতে নতুন দুইটি অ্যাপ চালু করেছে সিভিল অ্যাভিয়েয়েশন কর্তৃপক্ষ। বুধবার (১০ মে) সকালে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী ডিজিটাল এয়ারপোর্ট সার্ভিসসহ অ্যাপগুলো উদ্বোধন করেন।
এর মাধ্যমে যাত্রীরা সহজ ও আধুনিক উপায়ে আরও বেশি সহযোগিতা পাবেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। জানানো হয়, অ্যাপ দুইটির মাধ্যমে বিমানবন্দরে নিযুক্ত সংশ্লিষ্ট সরকারি সব প্রতিষ্ঠানের সেবা পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
এম মাহবুব আলী জানান, সাধারণ যাত্রীরা নির্বিঘ্নে খুব সহজে কীভাবে-কখন কী করতে হবে, কোন দিকে যেতে হবে এসব নির্দেশনা পাবেন অ্যাপে। বিদেশ থেকে আশা প্রবাসীরা যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হোন সে বিষয়েও নজরদাবি বাড়ানো হয়েছে শাহজালালসহ দেশের সবগুলো বিমানবন্দরে।
/এমএন

