টাঙ্গাইল প্রতিনিধি:
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ নয় মামলার আসামি জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক ডাকাতকে আটক করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ।
আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান এক প্রেস বিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।
সায়েদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের পুলিশ সুপারের নির্দেশে এসআই মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নে চরপাড়া থেকে ডাকাতির প্রস্তুতিকালে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জাহাঙ্গীর হোসেন সিলিমপুর ইউনিয়নের দক্ষিণ বরুহা এলাকার মৃত বদরুউদ্দিনের ছেলে। তার নামে টাঙ্গাইল মডেল থানায় অস্ত্র, ডাকাতি, গণধর্ষণসহ ৯টি মামালা রয়েছে।
যমুনা অনলাইন: কেআর

