Site icon Jamuna Television

বৃহস্পতিবার ভোরে গভীর নিম্নচাপ ‘মোখা’ ঘূর্ণিঝড়ে রূপ নিবে

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১১ মে) ভোরের দিকে গভীর নিম্নচাপটি ‘মোখা’ ঘূর্ণিঝড়ে রূপ নিবে। ১৪ তারিখ বিকেল নাগাদ স্থলভাগে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (১০ মে) রাতে এই কথা জানায় আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানায়, এখনো কক্সবাজার থেকে প্রায় ১৪শ’ কিলোমিটার দূরে আছে সেজন্য গতিবিধি নিশ্চিত করে বলা সম্ভব নয়।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, ‘মোখা’ মিয়ানমারের ওপর আঘাত হানতে পারে। সেক্ষেত্রে কক্সবাজারে বৃষ্টিপাত ছাড়া বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই।

/এনএএস

Exit mobile version