Site icon Jamuna Television

স্থলভাগে কবে আঘাত হানবে ঘূর্ণিঝড় মোখা, জানালো আবহাওয়া অফিস

ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোখা’। ১৪ তারিখ (রোববার) বিকেল বা সন্ধ্যা নাগাদ আঘাত হানতে পারে স্থলভাগে। বর্তমানে কক্সবাজার থেকে প্রায় ১৪শ’ কিলোমিটার দূরে অবস্থান করছে মোখা।

আবহাওয়া অধিদফতর জানায়, গভীর নিম্নচাপ কেন্দ্রে ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১ নং দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গভীর সমুদ্রে চলাচল করা থেকে বিরত থাকতে বলা হয়েছে নৌযানগুলোকে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

আবহাওয়া অফিস আরও জানায়, ঘূর্ণিঝড়টি মিয়ানমারে আঘাত হানার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে কক্সবাজারে বৃষ্টিপাত ছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই।

ইউএইচ/

Exit mobile version