ইতালির ৭ প্রদেশে সাঁড়াশি অভিযান চালিয়ে কুখ্যাত মাফিয়া গোষ্ঠী ‘দ্রানঘেটা’র আরও ৬১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ মে) এ তথ্য নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
পুলিশের বিবৃতি অনুসারে- মাদক চোরাকারবারি, জালিয়াতি, কৃষকদের থেকে চাঁদাবাজি এবং সরকারি অফিসগুলোয় ঘুষের বিনিময়ে নিয়োগ দেয়ার মতো অপরাধে জড়িত ছিল তারা। বিশেষ অভিযানে পাঁচ শতাধিক পুলিশ সদস্য নিযুক্ত ছিলেন। যারা ১৬৭ জনকে টার্গেট করেন। মূলত: মাফিয়া গোষ্ঠীটির মূলোৎপাটনেই এই স্টিং অপারেশন চলছে।
গেল সপ্তাহে পুরো ইউরোপে অভিযান চালিয়ে আটক করা হয় শতাধিক সদস্যকে। ১০টি দেশ থেকে জব্দ করা হয় ২৫ মিলিয়ন ইউরোর মাদক। ষাটের দশকে ইতালিতে জন্ম নেয়া মাফিয়া চক্রটি বর্তমানে ৪০টিরও বেশি দেশে সক্রিয়। গোয়েন্দাদের দাবি- ইউরোপের কোকেন সাম্রাজ্যের ৮০ শতাংশই তাদের নিয়ন্ত্রণে।
ইউএইচ/

