Site icon Jamuna Television

ফেসবুকে মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটূক্তি করায় মানিক মন্ডল (২৩) নামের যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে তাকে তার মামা বাড়ি ফাসিয়াতলা থেকে আটক করা হয়। সে পৌর এলাকার নয়াকান্দি গ্রামের মনরঞ্জন মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার মানিক মন্ডল তার নিজের ফেসবুক আইডিতে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে বিভিন্ন রকমের অকথ্য ভাষায় গালাগাল লিখে স্ট্যাটাস দেয়। এ বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পরে। বিষয়টি কালকিনি থানা পুলিশের নজরে এলে এসআই মোঃ জসিমউদ্দিনের নেতৃত্বে পুলিশ মানিক মন্ডলকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। গভীর রাতে তাকে তার মামা বাড়ি ফাসিয়াতলা থেকে পুলিশ আটক করে।

শুক্রবার সকালে কালকিনি থানায় অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক ও সুমন দেব তাকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version