Site icon Jamuna Television

দাখিল পরীক্ষা দিতে গিয়ে কেন্দ্রে মাদরাসাছাত্রের মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ সদরে দাখিল (এসএসসি সমমান) পরীক্ষা দিতে কেন্দ্রে গিয়ে মাহামুদুল হাসান (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) সকালে পৌনে ১০টার দিকে পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদরাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত মাহামুদুল টঙ্গীবাড়ী উপজেলার আপরকাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্বজনরা জানান, সকাল সোয়া ৯টার দিকে মাহামুদুলকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয় পিতা আনোয়ার। সাড়ে ৯টার দিকে কেন্দ্র প্রবেশের কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়ে সে। অসুস্থতার কথা জানতে পেরে মাদরাসার শিক্ষক দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার ও হাসপাতাল সূত্র বলছে, নিহত মাহামুদুল হৃদরোগ আক্রান্ত ছিল।

পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক আবুল বাসার জানান, অন্যদিনের মতো আজকেও মাহমুদুল সকার সাড়ে ৯টায় কেন্দ্রে প্রবেশ করে। হঠাৎ কিছু ছাত্র এসে জানায় সে অসুস্থ, কথা বলার সময় ঘুরে পড়ে গেছে। তখন আমরা মাথায় পানি দিয়ে পালস দেখে ভালো মনে না হওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যাই। হাসপাতাল থেকে চিকিৎসক জানিয়েছে ও মারা গেছে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস জানান, মৃত অবস্থায় পৌনে ১০টার দিকে ওই পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। সে হৃদরোগে আক্রান্ত ছিল।

অপরদিকে আজ সদর উপজেলায় বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিতে গেয়ে তীব্র গরমে ৩ পরীক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানিয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুজ্জামান।

ইউএইচ/

Exit mobile version