Site icon Jamuna Television

টোঙ্গায় আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প

প্রতীকী ছবি।

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র টোঙ্গায়। বৃহস্পতিবার (১১ মে) ভোরে ৭.৬ মাত্রার ভূ-কম্পনে কেঁপে উঠে দেশটি। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। খবর এএফপির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ২১০ কিলোমিটার গভীরে। এটি টোঙ্গার প্রত্যন্ত আগ্নেয়গিরির দ্বীপ নিউয়াটোপুটাপু থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আঘাত হানে।

টোঙ্গার প্রধান আবহাওয়াবিদ গ্যারি ভিটে বলেন, সামোয়ানের রাজধানী অ্যাপিয়ার উপকেন্দ্র থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দূরবর্তী এলাকায়ও ভূমিকম্পটি অনুভূত হয়। যারা ভূ-কম্পনটি অনুভব করেছেন তারা ভোরবেলা আমাদের কাছে ফোন করে জানিয়েছেন। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সামোয়া মেটিওরোলজিক্যাল সার্ভিসের একজন মুখপাত্র বলেন, শক্তিশালী কম্পন অ্যাপিয়ার কাছের অফিসটিকে কাঁপিয়েছে। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর নেই।

এএআর/

Exit mobile version