দেশে মত প্রকাশের ক্ষেত্রে সব ধরনের নিষেধাজ্ঞা চলছে বলে মনে করে জাতীয় ইনসাফ কায়েম কমিটি। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে আয়োজিত সংগঠনটির আলোচনা সভায় এ কথা তুলে ধরা হয়।
আলোচনায় ইনসাফ কায়েম কমিটির সদস্য সচিব ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেন, মিছিল-সভা-সমাবেশের মাধ্যমে মত প্রকাশের যে স্বাধীনতা, সেটার জন্য অনুমতি নিতে হয় পুলিশের কাছ থেকে। জাতিসংঘের মানবাধিকার সনদ বাস্তবায়নে গণজাগরণ সৃষ্টি করা হবে।
আর সংগঠনের আহ্বায়ক ফরহাদ মাজহার বলেন, ফ্যাসিস্টের হাত থেকে দেশের মানুষকে রক্ষার বিকল্প নেই।
/এমএন

