Site icon Jamuna Television

দ্বিতীয় ওয়ানডেতেও বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের সাথে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার(১২ মে) মাঠে নামবে বাংলাদেশ। ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বিকেল ৩:৪৫ টায়। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ওয়ানডেতেও শঙ্কা রয়েছে বৃষ্টিতে খেলা পন্ড হওয়ার।

চেমসফোর্ডের স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আর তা যদি সত্যি হয় তবে প্রথম ওয়ানডের মতো এই ম্যাচে ব্যাট-বল ছাপিয়ে জয় হবে বৃষ্টির। এদিন চেমসফোর্ডের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন ৮ ডিগ্রী সেলসিয়াস।

এখন পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে মোট ১৩টি ওয়ানডে খেলে ৯টি জিতেছে বাংলাদেশ। বিপরীতে আয়ারল্যান্ড জিতেছে মাত্র ২ টি ম্যাচ। তবুও আইরিশদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই সেটা প্রথম ম্যাচে পারফার‌মেন্স দিয়েই বুঝিয়ে দিয়েছে আইরিশ বোলাররা। চেমসফোর্ডের বাউন্সি উইকেটে সুইং দিয়ে টাইগার ব্যাটারদের আতঙ্কে রেখেছিলেন আইরিশ পেসাররা।

/আরআইএম

Exit mobile version