Site icon Jamuna Television

২০২০ ইউরোর পর অবসর নেবেন লুকাকু

২০২০ ইউরোর পর জাতীয় দল থেকে অবসর নেবেন বেলজিয়াম তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। ব্রিটিশ গণমাধ্যম বিজনেস ইনসাইডারকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা জানিয়েছেন এই ফুটবলার।

রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের তৃতীয়স্থান অর্জনে অবদান ছিলো এই ফরোয়ার্ডের। ২০১০ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিলো লুকাকুর। জাতীয় দলের হয়ে ৭৫ ম্যাচে করেছেন ৪০ গোল।

ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। মূলত তরুণদের মাঝে প্রতিযোগিতা তৈরির জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বেলজিয়ামের হয়ে দু’টি বিশ্বকাপ খেলা এই ফুটবলার।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version