Site icon Jamuna Television

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ভারতকে পেছনে ফেললো পাকিস্তান; অপরিবর্তিত বাংলাদেশ

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ ৪-১-এ জেতায় বার্ষিক র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের। ভারতকে পেছনে ফেলে দুইয়ে উঠেছে বাবর আজমের দল। ভারতীয় দল নেমে গেছে তিন নম্বরে। শীর্ষস্থান যথারীতি রয়েছে অস্ট্রেলিয়ার দখলে। তবে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বৃহস্পতিবার (১১ মে) র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে। সেরা তিন দলের মধ্যে স্রেফ ৩ পয়েন্টের ব্যবধান! ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়া। পাকিস্তান ১১৬ নিয়ে উঠেছে দুইয়ে। তিনে নেমে যাওয়া ভারতের ঝুলিতে ১১৫ রেটিং পয়েন্ট। ১০৪ রেটিং নিয়ে চতুর্থ স্থানে আছে নিউজিল্যান্ড। পরের দুই স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

https://twitter.com/SharyOfficial/status/1656571780612456448?s=20

তালিকায় বাংলাদেশ আছে সপ্তম অবস্থানে। তামিম ইকবাল-সাকিব আল হাসানদের রেটিং পয়েন্ট ৯৭। আর তিন রেটিং পয়েন্ট হলেই শত পয়েন্ট ছুঁয়ে ফেলবে বাংলাদেশ। বড় লাফ দিয়েছে আফগানিস্তান। ১৭ রেটিং পয়েন্টের উন্নতিতে ৮৮ রেটিং নিয়ে আটে উঠেছে রশিদ খানের দল। ৬ রেটিং হারিয়ে ৯-এ নেমেছে শ্রীলঙ্কা (৮০)। নিজেদের রেটিং ধরে রাখা ওয়েস্ট ইন্ডিজ (৭২) এখন দশে।

/আরআইএম

Exit mobile version