Site icon Jamuna Television

পোশাক রফতানিতে উৎসে করহার কমানোর দাবি বিজিএমইএ’র

রফতানির বিপরীতে উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৫ শতাংশ নির্ধারণের দাবি জানিয়েছে বিজিএমইএ। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ফারুক হাসান।

সংবাদ সম্মেলনে ফারুক হাসান জানান, নতুন বাজারগুলোতে বাংলাদেশ ভালো করছে। তবে মার্কিন বাজারে প্রবৃদ্ধি ধরে রাখা যাচ্ছে না। এছাড়া, বৈশ্বিক সংকটে পোশাক খাত চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই খাতে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বিজিএমইএ সভাপতির মতে, চলতি বছর পোশাক রফতানিতে প্রবৃদ্ধির সম্ভবনা সীমিত হয়ে আসছে। এ সময় বিশ্ববাজারে প্রবৃদ্ধি ধরে রাখা এবং ব্যয় কমানোর জন্য বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ ৩ বছর করার দাবি জানিয়েছেন বিজিএমইএ এর নেতারা। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি বিড়ম্বনা এড়ানো যাবে বলে উল্লেখ করা হয়।

পরিবেশবান্ধব শিল্প স্থাপন ও জ্বালানি সাশ্রয়ে সোলার পিভি সিস্টেমের সরঞ্জাম আমদানিতে ১ শতাংশ হারে শুল্ক রেয়াত দেয়া প্রয়োজন বলেও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। বলা হয়, এতে উদ্যোক্তারা উৎসাহিত হবেন।

/এমএন

Exit mobile version