জাতীয় সংসদ নির্বাচনের আগে সবগুলো ভোটেই অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি, এ কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে বরিশালের রহমতপুর এলাকায় জাতীয় পার্টির এক পথসভায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। এ সময় জি এম কাদের বলেন, আগামী সংসদ নির্বাচনে প্রতিটি আসনেই প্রার্থী দেয়ার চেষ্টা করবে জাতীয় পার্টি। ইভিএমের ওপর মানুষের আস্থা নেই। সরকার গ্ৰহণযোগ্য নির্বাচন চাইলে ইভিএম ব্যবহার না করাই ভালো।
/এমএন

