আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গ্রেফতারকে অবৈধ বলে ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। পাকিস্তান সুপ্রিম কোর্টের তিন বিচারপতির এক বেঞ্চ বৃহস্পতিবার (১১ মে) এই রায় দেয়। একইসঙ্গে তাকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে। খবর ডনের।
তবে শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে তাকে হাজির হয়ে রুজু করতে বলা হয়েছে। আদালত যে সিদ্ধান্ত দেবে সেটি মেনে নিতে তাকে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তান সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি উমর আতা বান্দিলাল, বিচারপতি মুহাম্মদ আলি মাজহার ও বিচারপতি আতহার মিনাল্লাহ।
এর আগে, বেঞ্চের পক্ষ থেকে স্থানীয় সময় সাড়ে চারটার মধ্যে তাকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়। এরপর তাকে হাজির করা হলে শুনানি শুরু হয়। ইমরান খানের গ্রেফতারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দিলো সর্বোচ্চ আদালত।
গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেফতার করা হয়। পরদিন বুধবার আল-কাদির ট্রাস্ট মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
/এমএন

