Site icon Jamuna Television

সবাই গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য অপেক্ষা করছে: ফখরুল

ফাইল ছবি

সবাই একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১১ মে) রাতে গুলশানে কল্যাণ পার্টি আয়োজিত ঈদ আড্ডায় এ কথা জানান তিনি।

তিনি বলেন, দেশের মানুষের কোনো স্বাধীনতা নেই। তাই দেশের মানুষকে অগণতান্ত্রিক সরকারের হাত থেকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, সকলে মিলে রাজনীতি করলে হানাহানি সহিংসতা থাকবে না। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এই ঈদ আড্ডায় বিএনপি, জাতীয় পার্টি ছাড়াও ১২ দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, গণতন্ত্র ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ নেন।

/এনএএস

Exit mobile version