সবাই একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১১ মে) রাতে গুলশানে কল্যাণ পার্টি আয়োজিত ঈদ আড্ডায় এ কথা জানান তিনি।
তিনি বলেন, দেশের মানুষের কোনো স্বাধীনতা নেই। তাই দেশের মানুষকে অগণতান্ত্রিক সরকারের হাত থেকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, সকলে মিলে রাজনীতি করলে হানাহানি সহিংসতা থাকবে না। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এই ঈদ আড্ডায় বিএনপি, জাতীয় পার্টি ছাড়াও ১২ দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, গণতন্ত্র ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ নেন।
/এনএএস

